প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ০২:২৫ এ এম
অনলাইন সংস্করণ
পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার পাংশা থানাধীন বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক ও এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
২১ মার্চ ( বৃহস্পতিবার) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ এর অফিস রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, ব্যাংকের গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য পুলিশি সহায়তা গ্রহন করার জন্য সকলকে অনুরোধ করেন।
আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর প্রতারক, ছিনতাইকারী, কৌশল প্রয়োগকারী অপরাধ চক্র গ্রাহকদের টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ব্যাংকের ভিতরে ও বাহিরে তৎপর থাকার সম্ভাবনা রহিয়াছে। বিষয়গুলো মাথায় রেখে সকলকে ব্যাংকের সিসি টিভি সচল রাখা ও ব্যাংকের রাত্রীকালীন নিরাপত্তা পাহারা জোরদার করাসহ সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য পরামর্শ প্রদান করেন।
মন্তব্য করুন