প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ০৪:১৮ এ এম
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে। আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
সোমবার মাদারীপুর পৌর শহরের কুকরাইল এলাকার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, ১৭ কোটি মানুষের প্রিয় দল আওয়ামী লীগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানিদের দালাল ছিল।
তারা স্বাধীনতাবিরোধী আলবদরের দালাল ছিল, এটা প্রমাণিত। সেই সাম্প্রদায়িক রাজনীতি, বিএনপি এখনও সমর্থন করে। সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়; সেটা কোনোদিনই বাস্তবায়ন হবে না।’
ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য আরও বলেন, ‘বিএনপি বিদেশি প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশিদের কাছে নালিশ করেছে। কোনো কোনো বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সন্ত্রাস শুরু করেছিল, ‘মানুষকে ভয় দেখানো শুরু করেছিল, তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটা ইতিহাস তাদের ঐতিহ্য। এই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষকে ভয় দেখিয়েও কোনো লাভ হয়নি। বিএনপির এ কর্মকাণ্ডে মানুষ ভয় না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এ ভোটকেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ উপস্থিতি, এটা শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্ব দেখেছে। এ নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপির ব্যর্থ হয়েছে।’
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি বজলুর রহমান মন্টু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন