প্রকাশিত: ২০ মে, ২০২৪, ১১:১৯ এ এম
অনলাইন সংস্করণ
কান চলচ্চিত্র উৎসব থেকে রবিবার সকালে মুম্বাই ফিরেছেন তিনি। এসেই হাসপাতালে ছুটতে হচ্ছে তাকে। যদিও কানে যাওয়ার সময় থেকে লাল গালিচায় হাঁটা ঐশ্বর্যার ছায়াসঙ্গী ছিল মেয়ে আরাধ্যা।
ভারতীয় দৈনিক আনন্দবাজার সুত্রে জানা যায়, অভিনেত্রী চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবেই ফ্রান্সের খ্যাতনামা ওই চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন। আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এ কারনেই আবার তাকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেক বারই নজর কাড়েন বলি-অভিনেত্রী।
তাঁর পোশাক থেকে মোহময়ী ভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় রাই সুন্দরী অদ্বিতীয়া। সম্প্রতি পারিবারিক গোলযোগ ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল প্রসঙ্গে বার বার শিরোনামে এসেছেন তিনি। এর মধ্যেই জখম হন তিনি। কান যাওয়ার সময় ছবিশিকারিরা আহত হওয়ার কারণ জিজ্ঞেস করলেও, উত্তর দেননি অভিনেত্রী।
মন্তব্য করুন