কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ০৪:১৮ এ এম

অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘রেমাল’

কলাপাড়ায় জোয়ারে ভেসে গিয়ে জেলের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল'র প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভেসে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় এঘটনা ঘটে। নিহত জেলের নাম মো. শহিদ (২৭) তার বাবার নাম আব্দুর রহিম।

জানা গেছে, বাড়িতে অবস্থান কালে তীব্র জলোচ্ছ্বাস তার বাড়িতে ঢুকে পড়লে এক সহযোগীসহ শহীদ সাঁতরে গিয়ে ভেসে যায়। প্রায় দুই ঘন্টা পরে তার মৃতদেহ কাউয়ার চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাফেজ আবদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

 

মন্তব্য করুন