প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়া বইছে। এরমধ্যে বিদ্যুতায়িত হয়ে নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা হলেন, খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব (২৫), খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার (১৬) ও অপরজন বাড্ডার বাসিন্দা। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সেলফোনে জানান, লিজার বাবার নাম সিরাজ খান। পরিবারটি থাকে যাত্রাবাড়ীর দরবার শরীফ এলাকায়। রাত সাড়ে ৮টার দিকে বাসার পাশে টিনের প্রাচীর কোনো কারণে স্পর্শ করলে সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ডিউটি অফিসার বলেন, রাত সাড়ে ৮টার দিকে মেরাদিয়া জামতলা এলাকায় বাসা থেকে বের হয়ে রাস্তায় এলে মরিয়ম নামের এক নারী বিদুৎস্পৃষ্টে মারা যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে রামপুরা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ বলেন, রাকিব নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি। রাত ১১টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তাঁর লাশ ঢাকা মেডিকেলে রয়েছে। খবর পেয়ে থানা থেকে একটি টিম মেডিকেলের উদ্দেশে রওনা হয়েছে।
মন্তব্য করুন