পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০৩:১২ এ এম

অনলাইন সংস্করণ

পাইকগাছায় একদদিনের ব্যবধানে কিশোর ও নারীর আত্মহত্যা

ছবি সংগৃহীত

খুলনার পাইকগাছায় একদিনের ব্যবধানে এক কিশোর ও একজন বয়স্ক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (২২মে) উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া এলাকায় আপন সরকার নামের এক কিশোর (১৫) গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আপনের বাবা সুব্রত সরকার বলেন, ‘আমার ছেলে ১০ম শ্রেণিতে লেখাপড়া করত। তার মায়ের কাছে পরীক্ষার ফি চাইলে দিতে পারবে না বলে জানায়। এতে সে রাগে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে। অন্যদিকে

বৃহস্পতিবার (২৩ মে) রাতে শারীরিক অসুস্থতার কারণে উপজেলার সোনাদানা ইউপির খালিয়ার চক গ্রামের কার্তিক চন্দ্র মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪৫) বসতবাড়ির বারান্দায় গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সরস্বতী মণ্ডলের পরিবার বলছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী বলছেন, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, দুইটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

মন্তব্য করুন