প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:৪১ এ এম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর চান্দুরা রামপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইকবাল হোসেন বলেন, শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে মাঝপথে হঠাৎ বাসের গতি কমে যায়। এ সময় ঘুম থেকে উঠে দেখি, বাসটি খালে পড়ে আছে। পরে জানালা ভেঙে বের হই।
প্রত্যক্ষদর্শী মো: মিজান বলেন, সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস এবং লোকাল দিগন্ত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি খালে পড়ে ৩০ জন আহত হয়েছেন।
খাঁটিখাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারুয়ার হোসেন বলেন, আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন