প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৬:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশীদ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান সহ ডিলার, কৃষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, এবছরে সরকার নির্ধারিত প্রতি কেজি ৩২ টাকা কেজি দরে ১হাজার ৭শ ৫৬ কেজি ধান ও ৪৫ টাকা কেজি দরে ১হাজার ৪শ ৩৩ কেজি দরে ধান ও চাল সংগ্রহ করা হবে।
মন্তব্য করুন