রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৯:৪২ এ এম

অনলাইন সংস্করণ

রাবি স্কুল শিক্ষক সমিতির সভাপতি আশুতোষ, সম্পাদক রেজাউল

সভাপতি আশুতোষ, সম্পাদক রেজাউল। ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সহকারী অধ্যাপক আশুতোষ ব্যানার্জী এবং সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

স্কুল সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫২ জন। স্কুলের গঠনতন্ত্র অনুযায়ী স্কুলের অধ্যক্ষ এবং দুজন নির্বাচন কমিশনার ভোট প্রদানে বিরত থাকবে। সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এসময় ৪৪ জন ভোটার সশরীরে, ৪ জন অনলাইনে ভোট দিয়েছেন। এছাড়াও একজন ভোটার ভোট প্রদান থেকে বিরত থাকেন।

স্কুল শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলো- সহ-সভাপতি সহকারী অধ্যাপক এ. বি. এম. আশরাফ আলী, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মজিবর রহমান। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক জ্যোস্না খাতুন ও সহকারী অধ্যাপক শেফালী সরেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনার ছিলেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মুহা. কাওসার হোসাইন।

মন্তব্য করুন