সিলেট ব্যুরো

প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ০২:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপি থেকে বহিষ্কার ৭ নেতা-নেত্রী

ছবি সংগৃহীত

সিলেট বিভাগের আর ৭ নেতানেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নির্দেশনা না মেনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হলো। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অংশ গ্রহণ করায় সারা দেশের ১১২টি উপজেলা থেকে ৫২ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। এর মধ্যে সিলেটের ৭ জন।

সিলেট বিভাগের ৭ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এই তথ্য জানায় দলটি।

বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের ৩য় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে।
 

মন্তব্য করুন