সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০১:৪৬ এ এম

অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ঠিকাদারের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জুয়েল সরকার নামে একজন ঠিকাদারের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টসের সামনে মাটিবাহী একটি ড্রাম ট্রাক অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালকের পাশের আসনে বসা জুয়েল সরকারের দেহ খন্ড-বিকন্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ড্রাম ট্রাকটি জব্দ ও চালক রুবেল হালাদারকে আটক করেছেন হাইওয়ে পুলিশ।

নিহত জুয়েল সরকার (৩৬) নেত্রকোণা জেলার খলিয়াজুরী থানার কৃষ্ণনগর শিবপুর এলাকার রমেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। আটক রুবেল হাওলাদার (৩২) সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার সোহেলের বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম সেকান্দর আলী।
নিহতের স্ত্রী দ্রৌপদী রানী দাস(২৫) জানান, স্বামীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি, আমার স্বামী ট্রাকের চালকের পাশের আসনে বসা ছিলেন। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। ফলে নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে আমার স্বামীর দেহ খন্ড-বিকন্ড হয়ে পড়ে।

এঘটনায় চালককে দায়ী করে মামলা করবেন বলে জানালেও বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যান তিনি। দ্রৌপদী রানী দাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার এলংজুরী এলাকার অনিল চন্দ্র দাসের মেয়ে।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক একেএম শরফুদ্দিন বলেন, ড্রাম ট্রাকটি ঢাকা থেকে কাঁচপুর আসার পথে মাদানীনগর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তবে চালক রক্ষা পেলেও তার পাশের সিটে থাকা মাটি বেচাকিনার ঠিকাদার জুয়েল সরকাররের দেহ বিদ্ধস্ত গাড়িতে আটকে গিয়ে খন্ড-বিকন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার খন্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা ড্রাম ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছি। তবে ঘটনার পরই অপর ট্রাকটি পালিয়ে গেছে। নিহতের স্ত্রীর লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েল সরকারের স্ত্রী বাদী হয়ে ড্রাম ট্রাক চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। চালক রুবেল হাওলাদার আটক রয়েছে। মামলা প্রক্রিয়াধিন।

মন্তব্য করুন