প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৫:১০ এ এম
অনলাইন সংস্করণ
২০২৪ সালের হজ্ব যাত্রীদের নিয়ে গাইড লাইন প্রশিক্ষনের আয়োজন করেছেন কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড।
১১ই মে শনিবার রাজধানীর হোটেল ভিক্টরিতে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। হাবের ই.সি মেম্বার ও কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মিজানুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করে পবিত্র হজ্জের সার্বিক দিক-নির্দেশনামূলক আলোচনা করেন। এজেন্সির চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান জনাব ইয়াছিন আরাফাত পরানের পরিচালনায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে হজ্ব যাত্রীদের জন্য বিশেষ গাইড্যানমূলক আলোচনা করেন চাটখিল আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জামাল উদ্দিন, বিশিষ্ট দা'ঈ মাওলানা ওমায়ের কোব্বাদীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে হজ্ব যাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন এজেন্সির পরিচালক জনাব শামীম হাছনাইন, জনাব আ ফ ম ইউছুফ, জনাব শামসুল বারী, আনোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য করুন